বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের মারধরের শিকার ঢাবির সহকারী প্রক্টর

  • প্রতিনিধি, ঢাবি   
  • ১৬ জুলাই, ২০২৪ ১৬:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত ও বদরুল ইসলাম মঙ্গলবার বিকেলে শহিদ মিনারে এলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে ‘দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। কয়েকজন শিক্ষার্থী অধ্যাপক মুহিতকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এ সময় তার সঙ্গে থাকা সহকারী প্রক্টর বদরুল ইসলামকেও ধাওয়া দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে সহকারী প্রক্টররা শহিদ মিনারে এলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে ‘দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করেন। এ সময় শিক্ষকরা দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে আন্দোলনকারীরা তাদের দিকে বিভিন্ন বস্তু এবং কাঠের টুকরো ছুড়ে মারেন। একটু পর পেছন থেকে কয়েকজন আন্দোলনকারী এসে অধ্যাপক মুহিতকে লাঠি দিয়ে আঘাত করেন। পরপর কয়েকটি আঘাতের পর মাটিতে পড়ে যান অধ্যাপক মুহিত।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন শুরু থেকেই শিক্ষকদের ওপর আক্রমণ না করার আহ্বান জানান। তারা শিক্ষকদের ওপর হামলা চালাতে উদ্যত অনেক শিক্ষার্থীকে বাধা দেন।

অধ্যাপক মুহিত যখন মাটিতে পড়ে যান তখন একজন শিক্ষার্থী তাকে রিকশায় তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, বহিরাগত তাড়াতে শহিদ মিনার এলাকায় গিয়েছিলেন সহকারী প্রক্টরবৃন্দ। বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা প্রশ্ন করেন- গতকাল কই ছিলেন, যখন আমাদের বোনদের ওপর হামলা করা হয়েছে?

এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এর আগে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে চলে যেতে মাইকিংও করেন সহকারী প্রক্টরবৃন্দ।

এ বিভাগের আরো খবর