বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু

  • প্রতিনিধি, জামালপুর   
  • ১৫ জুলাই, ২০২৪ ১২:৫১

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ রোববার বলেন, ‘বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহগুলো সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জামালপুরের মেলান্দহে রোববার বন্যার পানিতে গোসলে নেমে পানিতে ডুবে একই সঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।

উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

পানিতে ডুবে প্রাণ হারানো চারজন হলেন দক্ষিণ বালুরচর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা (৩০), প্রতিবেশী দেলোয়ার হোসেনের মেয়ে দিশা (১৭), সবুজ শেখের মেয়ে সাদিয়া (১১) ও গোলাপ আলীর মেয়ে খাদিজা (১২)।

ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে প্রতিবেশী পাঁচজন গোসল করতে নামে। ওই সময় শিশু সাদিয়া ও খাদিজা হঠাৎ পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গেলে রোকসানা, দিশাও পানিতে তলিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা শিশু মারিয়া দ্রুত পরিবারে খবর দিলে লোকজন চারজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ডুবে প্রাণ হারানো দিশা মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অপর শিশু সাদিয়া ও খাদিজা স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ রোববার বলেন, ‘বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহগুলো সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিভাগের আরো খবর