বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের আরিফুল ইসলাম, তার স্ত্রী মৌসুমী আক্তার ও চার বয়সী সন্তান সায়মুন হোসেন এবং অটোরিকশার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের নাসিম।
আহতরা হলেন শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ সদরের কাওছার আলী।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সন্তানসহ স্বামী-স্ত্রী ও অটোরিকশার চালক নিহত হন। মরদেহগুলো স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।