সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে রাজধানীতে যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে মেট্রোরেল স্টেশনগুলোতে ভিড় করেছেন অনেক যাত্রী।
রাজধানীর সব গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ায় সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়ে। নগরে পরিবহন বাসও অনেকটা কমে যায়। যানবাহন চলাচল করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটাবিরোধীদের অবরোধ কর্মসূচির কারণে ভোগান্তি এড়াতে বুধবার সকাল থেকেই মেট্রোরেলে যাতায়াত করতে শত শত মানুষ স্টেশনে ভিড় করতে থাকেন।
উত্তরার বাসিন্দা ইশতিয়াক বলেন, ‘যাতায়াতে আমি মেট্রো ট্রেনে খুব কমই চড়ে থাকি। কিন্তু আজ কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে অধিকাংশ সড়ক বন্ধ থাকায় গন্তব্যে যেতে মেট্রো ট্রেন ছাড়া বিকল্প নেই।’
মৌচাকগামী যাত্রী মোবারক হোসেন নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যে মেট্রো ট্রেনে করে পল্লবী থেকে কারওয়ান বাজারে আসি। কিন্তু এই রুটে কোনো বাস চলাচল না করায় আজ কারওয়ান বাজার থেকে মৌচাক পর্যন্ত হেঁটে যেতে হয়েছে।’