সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কোটা বাতিল চেয়ে আন্দোলনরত শিক্ষাথীদের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে না।’
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন-শৃঙ্খলা বাহিনী। রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু। শিক্ষার্থীদের উসকানি দিয়ে কেউ যেন উত্তেজিত করতে না পারে সে জন্য কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।’
প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে আগেও কঠোর ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। আগামীতেও থাকবে।’