বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
আংশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে আবদুল মোনায়েম মুন্নাকে। এ ছাড়া রেজাউল করিম পলকে সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেককে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।