সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে করণীয় নিয়ে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এই নেতারা প্রত্যেকেই বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।
প্রায় এক ঘণ্টার মতো এই বৈঠক চলে।
বৈঠকে অংশ নেয়া শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীও আলোচনার বিষয়বস্তু না সম্পর্কে সাংবাদিকদের কিছু জানাননি। তবে তিনি বলেন, শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন তা আদালতে বিচারাধীন। এতে সরকার বা আওয়ামী লীগের কিছু করার নেই। আদালত যেভাবে রায় দেবে সেভাবেই সবকিছু চলবে।’