নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার খেলা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুই ভাইয়ের নাম নাম লক্ষ্মণ (৩) ও রাম (৩)। তারা পশ্চিম চকভবানী গ্রামের সুজিত ওরাওঁয়ের যমজ সন্তান।
পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন খেলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল হিল মাহমুদ চৌধুরী।
স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, ‘সকালের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনের পুকুরে ডুবে যায়।
‘পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনের লাশ পুকুরে ভাসমান দেখতে পায় স্থানীয়রা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।’