জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্নারটি উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা।
প্রাথমিক স্কুলটির এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সুইচ টিপে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। পরে সেখানে মোনাজাতে অংশ নেন সরকারপ্রধান।
ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী তার বাবার স্মৃতিবিজড়িত স্কুলটি ঘুরে দেখেন। ওই সময় জাতীয় পতাকা হাতে তাকে স্বাগত জানান শিক্ষার্থীরা।
স্কুলে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন প্রকাশিত ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।