বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে কলেজের কক্ষ থেকে অধ্যক্ষের মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, সাভার   
  • ৬ জুলাই, ২০২৪ ০৯:৪৮

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজ শেষে কলেজ ভবনের অফিসকক্ষে প্রবেশ করেন শফিকুর। এরপর তিনি আর বের হননি। পরবর্তী সময়ে তার খোঁজে অফিসকক্ষে গেলে নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

ঢাকার সাভারে একটি বেসরকারি কলেজের কক্ষ থেকে শফিকুর রহমান নামের অধ্যক্ষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার উত্তর রাজাসনে নিজ প্রতিষ্ঠান আলহেরা স্কুল অ্যান্ড কলেজের অফিসকক্ষ থেকে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন এ শিক্ষক।

শফিকুর রহমান (৫২) উত্তর রাজাসনের শামসুদ্দিনের ছেলে, যিনি আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজ শেষে কলেজ ভবনের অফিসকক্ষে প্রবেশ করেন শফিকুর। এরপর তিনি আর বের হননি। পরবর্তী সময়ে তার খোঁজে অফিসকক্ষে গেলে নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

ওই সময় দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই কলেজ অধ্যক্ষ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অধিকতর তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো খবর