নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা।
বাণিজ্যিক এ শহরের পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে বেলা তিনটায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানায় বাসস।
দলীয় সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. শাহজাহান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
সংশ্লিষ্টরা জানান, সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়ররা অংশ নেবেন।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এ সভা বিশেষ ভূমিকা রাখবে।
নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, বর্ধিত সভার ভেন্যু এ জেলায় হওয়ায় জেলাব্যাপী ব্যাপক সাড়া পড়েছে নেতা-কর্মীদের মধ্যে।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক বলেন, বর্ধিত সভা অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।