বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বান্দরবানে ভারি বর্ষণে একাধিক পাহাড়ে ধস, বন্যার শঙ্কা

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ১ জুলাই, ২০২৪ ২১:২২

বান্দরবান জেলা শহরের টাংকি পাহাড়, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, হাফেজঘোনা, বনরূপা পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারও মানুষ পাহাড় ধসের আতঙ্কের মধ্যে রয়েছে।

পার্বত্য জেলা বান্দরবানে দু’দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। ফুলে-ফেঁপে উঠেছে পাহাড়ি নদী। শুরু হয়েছে পাহাড় ধস। জেলার বিভিন্ন এলাকায় ছোট-খাটো বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটছে। বৃষ্টি অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা।

পাহাড় ধসের এসব ঘটনায় প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। তবে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষগুলো। যেকোনো সময় পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা।

ইতোমধ্যে একাধিক জায়গায় পাহাড় ধসের সড়কের ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একইসঙ্গে চলছে টানা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে- আবহাওয়ার পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

বান্দরবান জেলা শহরের টাংকি পাহাড়, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, হাফেজঘোনা, বনরূপা পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারও মানুষ পাহাড় ধসের আতঙ্কের মধ্যে রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় লামা এলাকায় ১৬০ দশমিক ৩ মিলিমিটার এবং বান্দরবান জেলা সদরে ৮৩ দশমিক ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জেলা সদর ও লামা পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভারী বর্ষণের কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে শহরের নিম্নাঞ্চল।

বান্দরবান পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সব উপজেলার প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’

এ বিভাগের আরো খবর