গাইবান্ধার সুন্দরগঞ্জে সোমবার সড়কের পাশে গর্তের পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৯ বছর বয়সী যুবকের নাম মহসিন মিয়া, যিনি চরিতাবাড়ী গ্রামের আনারুল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
যুবকের স্বজনের বরাতে তিনি জানান, সকালের দিকে পরিবারের লোকজনের অজান্তে বাকপ্রতিবন্ধী ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে দাদির বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মশিউর রহমান নামের এক ব্যক্তির জমিতে থাকা গর্তের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি। পরে স্থানীয়রা গর্তের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।