বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যান্ত্রিক ত্রুটিতে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুন, ২০২৪ ২১:৫৮

শনিবার রাতেই একটি ইউনিট চালু হবে জানিয়ে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান বলেছেন, ‘অন্যটি ২ জুলাই চালু হওয়ার কথা রয়েছে।’

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এর আগে ঈদের ছুটিতে আদানি কেন্দ্রের প্রথম ইউনিট রক্ষণাবেক্ষণে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আগামী ৫ জুলাই ওই ইউনিটটি উৎপাদনে ফেরার কথা। কিন্তু এরই মধ্যে কারিগরি ত্রুটিতে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এখন পুরো কেন্দ্রটিই বন্ধ অবস্থায় রয়েছে। কবে নাগাদ তা উৎপাদনে ফিরবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান শনিবার সন্ধ্যায় একটি গণমাধ্যমকে বলেন, ‘একটি ইউনিট পুরোপুরি বন্ধ ছিল। আরেকটি থেকে আংশিক ২৭০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। পরে সেটিও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।’

তবে শনিবার রাতেই একটি ইউনিট চালু হবে জানিয়ে তিনি বলেন, ‘অন্যটি ২ জুলাই চালু হওয়ার কথা রয়েছে।’

রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুত্রে জানা গেছে, ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণ বা সংস্কার কাজ করার জন্য আদানি পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিট বন্ধ করে কর্তৃপক্ষ।

এ সময় দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু গত ২৫ জুন দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ উৎপাদন কমে যায়।

বিপিডিবির তথ্যানুযায়ী, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে গত ২৭ জুন ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানির দুটি ইউনিট থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় দেশে বিদ্যুতের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ বিভাগের আরো খবর