ক্যান্সার আক্রান্ত স্বামীকে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় নিয়ে আসেন জোবায়দা পারভীন নামে এক নারী। সিএনজিচালিত অটোরিকশায় হাসপাতালে আসেন তারা। কিন্তু চিকিৎসার জন্য নিয়ে আসা চার লাখ টাকা, চিকিৎসাপত্র ও কাপড়সহ ব্যাগটি ভুলে ওই অটোরিকশায় রেখেই নেমে যান তারা।
অনন্যোপায় হয়ে দরিদ্র ওই দম্পতি কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে থানা পুলিশ টাকা ও কাগজপত্র উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মো. মাহফুজুল কবির নিউজবাংলাকে শনিবার এ খবর জানান। তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) একজন ভুক্তভোগী তার স্বামীকে ক্যান্সারের চিকিৎসা করাতে রংপুর থেকে ঢাকায় নিয়ে আসেন। তিনি তার স্বামীকে নিয়ে সিএনজি অটোরিকশায় গ্রীন রোডের এসআইবিএল হাসপাতালে আসেন।
‘সিএনজি চালক তাদেরকে নামিয়ে দিয়ে চলে যান। কিন্তু তারা ভুলবশত সিএনজিতে লাগেজ রেখেই নেমে যান। লাগেজের মধ্যে চিকিৎসার চার লাখ টাকাসহ চিকিৎসকের কাগজপত্র ও জামাকাপড় ছিল।’
তিনি বলেন, ‘কৃতিত্বটা আমাদের থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিমের। তিনি দায়িত্ব পালনকালে দুপুর ২টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে সিএনজি চালককে শনাক্ত করেন। পরে তাকে খুঁজে বের করে টাকাসহ লাগেজটি উদ্ধার করে ভুক্তভোগীকে বুঝিয়ে দেন এসআই রহিম।’
কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ভুক্তভোগী ফিরে পেয়েছেন তার স্বামীর চিকিৎসার চার লাখ টাকাসহ চিকিৎসার জরুরি কাগজপত্র। কলাবাগান থানা পুলিশের এমন তৎতপরতায় ভুক্তভোগী ও তার স্বামী কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।