নাটোরের সিংড়া থানার এএসআই সেলিম রেজা এক অটোরিকশা চালককে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার সকাল থেকেই দুই মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
নাটোরের সিংড়ার বাইশা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী অটোরিকশা চালক হারুন আলী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি দমদমা থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছলে এএসআই সেলিম রেজা তার অটোরিকশাটি থামান।
এরপর এএসআই সেলিম রেজা, এক পুলিশ কনস্টেবলসহ তিনজন তার রিকশায় উঠে তাদের সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। তিনি যেতে অপারগতা প্রকাশ করলে এএসআই ক্ষুব্ধ হয়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করেন। পরে আরও কয়েক দফা তার পিঠে ঘুষি মারেন। চালকের কান্না শুনে আশপাশের লোকজন জড়ো হলে তাদের ধমক ও গালি দিয়ে সরিয়ে দেন এএসআই সেলিম রেজা।
অমানবিক এই ঘটনার পুরো দৃশ্য রেকর্ড হয় পাশের এক দোকানের সিভি টিভি ক্যামেরায়। স্থানীয়রা নাম না প্রকাশ করার শর্তে জানান, এএসআই সিলিম রেজা এর আগেও নানা অপকর্ম ঘটিয়েছেন। রিকশা ভাড়া না দেয়া, দোকান বাকি না দেয়ার অভিযোগও করেন কেউ কেউ।
এ বিষয়ে এএসআই সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে চুপ করে থাকেন। পরে কথা বলবেন বলে মোবাইলের সংযোগ কেটে দেন।
সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টিকে খুবই দুঃখজনক উল্লেখ করে জানান, অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি দেখে পুলিশ সুপারের নির্দেশে এএসআই সেলিম রেজাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।