রাজধানীতে শনিবার শুরু হয়েছে দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ও আলোচনা সভা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে বিএনপি।
বেলা আড়াইটার দিকে বিএনপির সমাবেশ ও তিনটার দিকে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়।
দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা করছে। নামে আলোচনা সভা হলেও তো এটি রূপ নিয়েছে সমাবেশে।
দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনায় আছন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।
অন্যদিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।
হাসপাতাল চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান এ সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার নেতা-কর্মীরা।
এর আগে দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে নয়াপল্টনে ভিআইপি সড়কের এক পাশে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিএনপি।
এদিকে সমাবেশে আগত নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।