সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলা চালিয়েছে একদল সশস্ত্র ব্যক্তি। এতে চারজন আহত হয়েছেন।
নগরের ভাটাটিকর এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হামলা হয়।
আজাদুর রহমান আজাদ সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিসিকের টানা পাঁচবারের কাউন্সিলর। নগরের টিলাগড় এলাকায় তার নিজস্ব একটি বলয় রয়েছে।
ওই এলাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত সরকারেরও বাসা। টিলাগড় এলাকায় তাদেরও আলাদা বলয় রয়েছে।
আজাদ অনুসারীদের দাবি, বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রীর অনুসারীরাই কাউন্সিলরের বাসায় হামলা চালান। চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করাতেই এ হামলা।
যদিও প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর দাবি, হামলাকারীরা তার অনুসারী নন।
কাউন্সিলর আজাদের অভিযোগ, মধ্যরাতে শেখ নজরুল ইসলাম বিজয়, রাব্বী, রিয়াজুল, সুহেল, নাসির, সামাদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার পৈত্রিক ভিটায় হামলা চালান। পরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। একই সঙ্গে রাতে আজাদের অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা চালানো হয়।
এদিকে হামলার খবর পেয়ে রাতেই আজাদের বাসার সামনে জড়ো হন তার অনুসারীরা। ওই সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে আজাদের ভাতিজা তাহমিদুর রহমান, তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হন।
রাতভর চলা পাল্টাপাল্টি এ ধাওয়ায় টিলাগড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
কাউন্সিলর আজাদুর রহমান বলেন, এলাকায় চাঁদাবাজি, হামলা-দখলবাজি চালিয়ে আসছে একটি চিহ্নিত মাদকসেবী চক্র। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘হামলাকারীরা কোনো গ্রুপের নয়। এরা চোর-ডাকাত। ডাকাতির জন্যই মধ্যরাতে বাসায় হামলা চালায়।’
তিনি বলেন, ‘হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশকে বলেছি। এ ছাড়া আজাদুর রহমান আজাদের সঙ্গেও আমার কথা হয়েছে।’
হামলাকারীদের আটকের চেষ্টা চলছে জানিয়ে নগরের শাহপরান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।