বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গান্ধী ও প্রণব পরিবারের সঙ্গে সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ জুন, ২০২৪ ১৫:০০

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো বলেছি, আমার সঙ্গে ভারতের প্রত্যেকটা দল, সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। বিশেষ করে গান্ধী ও প্রণব বাবুর পরিবারের সঙ্গে।’ 

ভারতের গান্ধী পরিবার এবং প্রয়াত রাজনীতিবিদ প্রণব ভট্টের পরিবারের সঙ্গে তার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবনে সম্প্রতি ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সোনিয়া গান্ধী ও তার ছেলে-মেয়ে এবং প্রণব মুখার্জী ও তার ছেলে-মেয়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক।

‘ইন্দিরা গান্ধীর পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে। সেটা রাজনীতিসহ সব কিছুর ঊর্ধ্বে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই’- বলে হেসে জবাব শেষ করেন শেখ হাসিনা।

ভারত সফরে দেশটির কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সৌজন্যমূলক নাকি আপনাদের মধ্যে অন্য কোনও অর্থপূর্ণ আলাপ-আলোচনা হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রসঙ্গে জানতে চান এক সাংবাদিক।

এর জবাবে হেসে হেসে তিনি বলেন, ‘আমি তো বলেছি, আমার সঙ্গে ভারতের প্রত্যেকটা দল, সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। বিশেষ করে গান্ধী ও প্রণব বাবুর পরিবারের সঙ্গে।’

এ বিভাগের আরো খবর