রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় এক পথচারী শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো মোহাম্মদ মঈন উদ্দিন (৬) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাটির গাঁও গ্রামের মোহাম্মদ ফিরোজ মিয়ার ছেলে। সে কামরাঙ্গীরচর কুরার ঘাটে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত।
পথচারী আলামিন বলেন, ‘আমি বাইক চালিয়ে লালবাগ আসার পথে কামরাঙ্গীরচর রনি মার্কেটের সামনে দেখি, তিন থেকে চারটা শিশু ওই শিশুকে রিকশায় তোলার চেষ্টা করছে। এ অবস্থায় আমি শিশুটিকে বাইকে উঠিয়ে সরাসরি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’