বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

  • প্রতিবেদক, সিলেট   
  • ২১ জুন, ২০২৪ ১৮:০২

সিলেট সিটি করপোরেশনের ২৯টি ওয়ার্ডসহ জেলার ১৩৬টি পৌরসভা ও গ্রাম প্লাবিত হয়েছে। জেলার ১০ লাখ ৪৩ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। তবে পানি কিছুটা কমায় গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৩ হাজার লোক আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন।

সিলেটে বৃষ্টিপাত আর উজানের ঢল থামায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারাসহ সিলেটের সবক’টি নদীর পানি কমছে।

এদিকে প্রায় এক সপ্তাহ পর শুক্রবার সিলেটে রোদের দেখা মিলেছে। দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘আজ (শুক্রবার) নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হলে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।’

সিলেট জেলা প্রশাসন থেকে শুক্রবার দুপুরে পাওয়া তথ্যমতে, জেলার ১০ লাখ ৪৩ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় সিলেট সিটি করপোরেশনের ২৯টি ওয়ার্ডসহ জেলার ১৩৬টি পৌরসভা ও গ্রাম প্লাবিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলায় বন্যার দুর্ভোগ। ছবি: নিউজবাংলা

এদিকে পানি কিছুটা কমায় গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৩ হাজার লোক আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন ২৫ হাজার ২৭৫ জন।

চলতি বছরে প্রথম দফার বন্যায় সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ বেশি আক্রান্ত হয়েছিল। আর দ্বিতীয় দফায় সিলেটের সব উপজেলার মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। পানি কমতে শুরু করলেও এখন পর্যন্ত বেশিরভাগ এলাকার ঘরবাড়ি থেকে পানি নামেনি। অবশ্য নগরের বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, শুক্রবার সকালে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কুশিয়ারা নদী আমলসীদ পয়েন্টে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১ দশমিক ২ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের কোথাও বৃষ্টি হয়নি। তবে আকাশে মেঘ রয়েছে। ফলে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ বিভাগের আরো খবর