সুনামগঞ্জে বাকিতে সিগারেট না দেয়ায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে হত্যার ঘটনা ঘটে।
প্রাণ হারানো দোকানি এমরান মিয়া (২২) ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে। আটক লিটন মিয়াকে (৩৪) উপজেলার হোসনারঘাট গ্রামের বাসিন্দা।
তাহিরপুর থানার ওসি এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের ভেতর থাকা ছোট একটি কামড়ায় মুদির ব্যবসা করে আসছিলেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধ করছিলেন না। বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন।
এমরান বাকিতে সিগারেট না দেয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লিটন নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে দোকানের ভেতরেই এমরানকে কুপিয়ে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পথে খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়া একদল পুলিশ নিয়ে তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকা থেকে লিটনকে সকাল ৯টার দিকে আটক করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।