বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আর সময় দেয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেছেন, আগামী ২৩ জুন দুদকে হাজির না হলে আইন অনুযায়ী বেনজীরের বিরুদ্ধে মামলা হবে।
বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য ২৩ জুন পর্যন্ত সময় দিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
খুরশীদ আলম খান বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘৬ জুন বেনজীর আহমেদের দুদকে হাজির হওয়ার কথা ছিল। তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করলে ২৩ জুন সময় নির্ধারণ করে দুদকের অনুসন্ধান টিম।
‘ওইদিন হাজির না হলে আইন অনুযায়ী ধরে নেয়া হবে যে তার বিরুদ্ধে সব অভিযোগ সত্য এবং এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তখন বেনজীর আহমেদের নামে মামলা হবে।’
তিনি আরও বলেন, ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ভালোভাবে চলছে। তার আরও অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। সেগুলো জব্দের জন্য দুদক আদালতের শরণাপন্ন হবে।’
এর আগে ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হতে বলা হয়েছিল।
এরপর বেনজীরের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য নতুন দিন ধার্য করে দুদক।