মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলো পশ্চিম শ্যামেরকোনা গ্রামের টাওয়ার রোডের জমির মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৭) ও পছন মিয়ার ছেলে ছাদি মিয়া (১২)।মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনোর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা লুতফুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কলাগাছের ভেলায় করে হৃদয় ও ছাদি তারা দুজন শ্যামেরকোনা এলাকায় চলে যায়। সেখানে কলাগাছের ভেলা ভেঙে ডুবে যায়। এই সময় তারা দুজন সাঁতার কাটতে কাটতে ডুবে গিয়ে কিছু দূর ভেসে ওঠে। পরে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ‘বন্যার সময় আজ সকালে হৃদয় ও সাদি কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল। এ সময় তারা দুজন পানিতে ডুবে মারা যায়।’