ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আওয়ামী লীগ সরকার অনেক দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করেনি। বরং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা অনেক দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করেছি, দেশকে এগিয়ে নিয়েছি।’
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারত বেষ্টিত। তাই যেকোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে।’
তিনি বলেন, ‘আমাদের যে সীমান্ত সমস্যা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা সংসদে তুলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন। পৃথিবীর কোথাও কখনও শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি, কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ আমরা সুন্দর সম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান করেছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা যায়। অথচ জিয়াউর রহমান, খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল। সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণমানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে।’
সিলেটে ভয়াবহ বন্যার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ভোগে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ৷ পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সিলেটের জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে দলের উচ্চপর্যায় থেকে৷’
এ সময় দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।
তিনি জানান, দিনটি উপলক্ষ্যে র্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদ্যাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জয়ন্তী। শুক্রবার দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।