বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুন্সীগঞ্জে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃত্যু

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ১৯ জুন, ২০২৪ ১২:১৬

নিহত মুকসেদ ভাই জমসেদ গাজি জানান, টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল যাওয়ার পথে বেসনাল এলাকায় পৌঁছালে মুকসেদ ও সোহাগকে নিয়ে চালকের আসনে থাকা নাছির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় বাইকটি দ্রুত পাশের দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘুরতে বের হয়ে বাইক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

উপজেলার হাসাইল যাওয়ার পথে বেসনাল এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বেসনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে হয়।

প্রান হারানো দুজইন হলেন আধারা ইউনিয়নের নাছির ভুঁইয়া (২৫) ও বাংলাবাজার ইউনিয়নের মুকসেদ গাজি (২৬)। এদিকে দুর্ঘটনায় সোহগ নামে অপরজনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।

নিহত মুকসেদ ভাই জমসেদ গাজি জানান, রাতে সদর উপজেলার শিলই এলাকায় একটি গায়ে হলুদ শেষে দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে বের হন। টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল যাওয়ার পথে বেসনাল এলাকায় পৌঁছালে মুকসেদ ও সোহাগকে নিয়ে চালকের আসনে থাকা নাছির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় বাইকটি দ্রুত পাশের দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়ে।

তিনি জানা, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকসেদের। পরে স্থানীয় ও অপর আরোহীরা নাছির ও সোহাগকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় চালক নাছিরের।

দিঘীরপাড় ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনসার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবন

এ বিভাগের আরো খবর