নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে চৌধুরী মিয়া নামে ৫০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটেছে।
চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। ছয় সন্তানের জনক চৌধুরী মিয়া পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য হাজী আবুল কাশেম বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়েন। এরপর জমিতে চড়ানো তার মহিষ দেখতে যান। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া বলেন, ‘বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেনি।’