বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীমঙ্গলে টিলা ধসে পুঞ্জির সড়কে যান চলাচল বন্ধ

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ১৮ জুন, ২০২৪ ২১:৩৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা পুঞ্জির সড়কে মঙ্গলবার টিলার অংশবিশেষ ধসে পড়ে। এতে করে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সড়কের টিলার বেশ কয়েকটি স্থান। এসব এলাকায় ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছেন চালকরা।

উজানের ঢল আর টানা বর্ষণে বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চল। আবার টানা বৃষ্টিতে বন্যার পাশাপাশি পাহাড়ি জনপদে জেগে উঠেছে টিলা ধসের শঙ্কা। ইতোমধ্যে মৌলভীবাজার জেলায় সড়কে টিলা ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

মঙ্গলবার ভোর থেকে সারাদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে টিলা ধসে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা পুঞ্জির সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিনে বিকেলে টিলা ধসের এই ঘটনা ঘটে।

নিরালা পুঞ্জিতে আরও টিলা ধসের শঙ্কা রয়েছে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। ছবি: নিউজবাংলা

বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সড়কের টিলার বেশ কয়েকটি স্থান। এসব এলাকায় ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছেন চালকরা।

বর্তমানে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান পুঞ্জির বাসিন্দারা জানান, টিলা ধসে সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ায় ওই সড়কে যানবাহন চলাচলা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। দুই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেটে পানিবন্দি হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ।

সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে মঙ্গলবার দুপুরে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শহরের কাঁচাবাজারে হাঁটুর উপরে পানি। পশ্চিম বাজার, মধ্যবাজারে বন্যার পানি উঠছে। বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে পানি ঢুকছে।

সিলেটে এবার ২০ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সীমান্তবর্তী উপজেলাগুলোর নিম্নাঞ্চল। ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় আছে সিলেট নগরও। নগরের অনেক রাস্তাঘাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে।

টানা বর্ষণের ফলে সিলেটেও বিভিন্ন এলাকায় টিলাগুলোতে ধসের শঙ্কা প্রবল হয়ে উঠছে।

এ বিভাগের আরো খবর