বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাটে নেয়ার পথে ‘গরুর আঘাতে’ মালিকের মৃত্যু

  • প্রতিনিধি, নেত্রকোণা   
  • ১৭ জুন, ২০২৪ ১১:২০

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গত শুক্রবার রোয়াইলবাড়ি বাজার কোরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে নিজের পালিত গরুর আঘাতে মারাত্মক আহত হন।

নেত্রকোণার কেন্দুয়ায় কোরবানির হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে পালিত ষাঁড়ের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোয়াইলবাড়ি বাজার কুরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে শুক্রবার এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।

প্রাণ হারানো সাইফুল ইসলাম (২৮) নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গত শুক্রবার রোয়াইলবাড়ি বাজার কোরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে নিজের পালিত গরুর আঘাতে মারাত্মক আহত হন। তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে শনিবার রাত ২টার দিকে মারা যান সাইফুল। ঈদের আগের দিন রোববার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই উপজেলায় ঈদের আগের দিন রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান রিমন মিয়া নামে এক যুবক। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন বালিকান্দি পাড়া গ্রামের ইনছান মিয়ার ছেলে।

খবর পেয়ে রোববার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিভাগের আরো খবর