রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না। সবশেষ রকসি আক্তার নামে দগ্ধ তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ভাটারা থেকে নারী-শিশুসহ চারজনকে দগ্ধ অবস্থায় এখানে আনা হয়েছিল। তারা সবাই একে একে মারা গেছেন। সবশেষ শনিবার রাতে মারা যন রকসি আক্তার নামে এক তরুণী। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে বুধবার ভোরের দিকে আয়ান নামে তিন বছরের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর পর ফুতু আক্তার নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার রাতে তার নানা আব্দুল মান্নান মারা যান।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলায় রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হন। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।