ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহী নিহত হয়েছেন।
উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রামচন্দ্রপুর ছোট ব্রিজ সংলগ্ন মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো মিতুল কাজী (৩২) সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে। তিনি পেশাদার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইকের চালক মিতুল আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক ভাটিয়াপাড়ার যাওয়ার সময় বাইককে ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলে নিহত হন।
বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। সড়ক আইনে নিহতের পরিবার একটি মামলা দায়ের করবেন।
সেই সঙ্গে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।