ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ক্লাবের সভাপতি পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে ১৩ জুন চিঠি পাঠিয়েছেন তিনি।
ঢাকা বোট ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে পাঠানো ওই চিঠিতে বেনজীর আহমেদ বলেছেন, ‘বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে আমি দেশের বাইরে আছি। এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছি না।
‘ক্লাবের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন করা হোক।’
চিঠিতে এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতেও বোট ক্লাবের ইসি কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন বেনজির আহমেদ।
২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই ২০১৫ সালে ক্লাবটির সভাপতি পদে আসীন হন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছেন এই সাবেক আইজিপি।