দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঈদযাত্রার শেষ দিনেও বাড়ির দিকে ছুটছে দক্ষিণ-পশ্চিমঙ্গের মানুষ, তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা গেছে রোববার সকাল থেকে।
সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ওই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এ ছাড়া গরু বিক্রি শেষে খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গ থেকে ঢাকার হাটে গরু নিয়ে আসাদের অনেকে।
কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা বা যাত্রীদের কোনো বিড়ম্বনা দেখা যায়নি। নির্বিঘ্নে ওই মহাসড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজায় সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে প্রতি গাড়িতে সময় লাগছে মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড।
তিনি জানান, ঈদযাত্রার শেষ দিনে রবিবার ভোর থেকে এই পথে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমবঙ্গের মানুষ।