মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলো পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা আক্তার (৬) এবং মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা বেগম (৪)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজন শিশু শুক্রবার বিকেলে রাজারদীঘি নামে একটি পুকুর পাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। এরপর পানিতে শিশু দুটির মরদেহ দেখতে পান।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’