দিনভর ঢাকার বহির্গমন পথ সাভারের সড়কে ধীরগতিতে যানবাহন চললেও রাতে বেড়েছে চাপ। এতে প্রায় ১৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে দেখা দিয়েছে যানজট।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
সরকারি ছুটির দিন শুক্রবার রাতে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে নয়ারহাট পর্যন্ত তিন কিলোমিটার এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ১২ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
রাজশাহীর যাত্রী মো. মোরসালিন বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে বাইপাইল থেকে রাজশাহীর বাসে উঠে রওনা দিলেও থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। চন্দ্রা যেতেই আমার দুই ঘণ্টা সময় লেগেছে।
‘রাস্তার অনেক জায়গায় বাস থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছে। এ ছাড়া বাস পার্কিং করে রাখার কারণেই যানজট তৈরি হয়েছে।’
একটি পরিবহনের চালক আবুল হোসেন বলেন, ‘আমরা রিজার্ভ ট্রিপ নিয়ে সাভার থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছি। নবীনগর থেকে যানজটে পড়েছি।
‘চন্দ্রা পর্যন্ত পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি লেগেছে। গরুর ট্রাক ও অতিরিক্ত যানবাহনের চাপে এমনটা হয়েছে।’
সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বিকেল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া কিছু বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে।
‘এতে করে পেছনের গাড়ির গতি কমে যায়। এই জন্য ধীরগতির সৃষ্টি হয়েছে, তবে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’