শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের চাপায় হুমায়ুন কবির নামে পল্লী বিদ্যুতের এক মিটার রিডার নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন হুমায়ুনের এক সহকর্মী।
শেরপুর শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো হুমায়ুন কবিরের বাড়ি পার্শ্ববর্তী জামালপুর জেলার নান্দিনা রনামপুরে। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের ভাষ্য, হুমায়ুন কবির ও তার এক সহকর্মী দুপুরে শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় এলে মোটরসাইকেল স্লিপ খেয়ে রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই হুমায়ুন কবিরের মৃত্যু হয়। আহত হন তার সহকর্মী।
আহত ওই ব্যক্তিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’