বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেত্রকোণায় ‘ঘাস খেয়ে’ এক খামারের ২৬ গরুর মৃত্যু

  • প্রতিনিধি, নেত্রকোনা   
  • ১২ জুন, ২০২৪ ১৮:০৫

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির দিনে কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এসব কাঁচা ঘাসের নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে।

নেত্রকোণার পূর্বধলায় নেপিয়ার ঘাস খেয়ে ২৬টি গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহযীদ অ্যাগ্রো ফার্মে গত শনি থেকে সোমবারের মধ্যে ২৪টি গরুর মৃত্যু হয়। এরপর বুধবারে আরও দুটি গরু মারা গেছে।

এ ছাড়াও বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এতগুলো গরুর মৃত্যুতে হতাশ হয়ে পড়েছেন খামারের মালিক জাহেরুল ইসলাম।

জাহেরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই তার গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে তাদের মৃত্যু হয়।

গরুগুলো ঈদে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল মন্তব্য করে তিনি জানান, এতে তার অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লোকজন ইতোমধ্যে ওই খামারটি পরিদর্শন করেছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির দিনে কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এসব কাঁচা ঘাসের নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে।

এ অবস্থায় গরুকে ‘শুধু কাঁচা ঘাস’ দেয়া থেকে খামারিদের বিরত থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার বলেন, ‘ঘাসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘ওই খামারির সঙ্গে আমাদের মেডিক্যাল টিম সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে এবং চিকিৎসা দিচ্ছে।’

এ বিভাগের আরো খবর