বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির

  • প্রতিনিধি, ফেনী   
  • ১২ জুন, ২০২৪ ১৭:৪৩

আলী আক্কাস রনি বুধবার সকাল ৮টার দিকে সোনাগাজী থানায় এসে জানান যে তিনি স্ত্রীকে হত্যা করেছেন। পরে ওসি রনিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে তার বক্তব্যের সত্যতা পান।

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সিনথিয়া ইসলাম খুসবুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পণ করেছে।

আলী আক্কাস রনি নামে ওই যুবক বুধবার ভোরে স্ত্রীকে হত্যা করে সকাল ৮টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানান সোনাগাজী থানার ওসি সুদ্বীপ রায়।

ওসি জানান, সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার শিউলির বাসায় ভাড়া থাকেন রনি-খুসবু দম্পতি। প্রেমের টানে স্বজনদের ছেড়ে তারা দুবছর আগে পালিয়ে বিয়ে করেন। পরে সোনাগাজীতে এসে স্থানীয় পৌর এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে সংসার করছিলেন।

বিয়ের পর থেকেই তাদের পারিবারিক নানা অভাব-অনটন ও কলহ চলছে। মঙ্গলবার রাতে তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারও কলহ শুরু হয়। রাতভর ঝগড়ার একপর্যায়ে ভোরে খুশবুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রনি।

সকাল ৮টার দিকে রনি থানায় এসে এক পুলিশ সদস্যকে বলেন যে তিনি নিজের স্ত্রীকে হত্যা করেছেন। ওই পুলিশ সদস্য বিষয়টি ওসিকে জানান। ওসি তাৎক্ষণিকভাবে রনিকে নিয়ে ঘটনাস্থলে গেলে তার বক্তব্যের সত্যতা পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

নিহত সিনথিয়া ইসলাম খুসবু ভোলার দৌলতখান উপজেলার মধ্যম জয়নগর এলাকার শাহীন মিয়ার মেয়ে। আর ঘাতক আলী আক্কাছ রনি একই এলাকার মো. রতনের ছেলে।

পুলিশ জানায়, নিহতের মাথা ও দুই হাত এবং বাহুতে বঁটি দিয়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের আরো খবর