রাজধানীর চাখারপুলে হানিফ ফ্লাইওভারে ওপর পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
সোমবা রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. শামসুল বলেন, চানখারপুল মোড়ে আমার ডিউটি চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থল হানিফ ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।
তিনি আরও বলেন, আমরা ফ্লাইওভার দিয়ে চলাচলকারী লোকজনদের সাথে কথা বলে জানতে পারি, এই যুবক মোটরবাইক চালিয়ে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তার মোটরবাইককে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসআই বলেন, পিকআপ ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।