বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক লাভের জন্য বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নয়াদিল্লিতে সোমবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবাসস্থলে তার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনার বিষয়টি এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যটনে শ্রীলঙ্কা অনেক এগিয়ে থাকায় এ খাতে বাংলাদেশে কীভাবে শ্রীলঙ্কার বিনিয়োগ আসতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, দুই নেতা কৃষি ও সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা করেন।
হাছান মাহমুদ বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎটি সৌজন্যমূলক হলেও এতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কাকে সহায়তা করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান লঙ্কান প্রেসিডেন্ট।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে।