মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে সোমবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শারীরিক অবস্থা ও পরনের জামা দেখে বাহিনীটির ধারণা, প্রাণ হারানো ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম শামসুল হুদা সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
ভবেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, ‘লোকটি খুব সম্ভবত মানসিক ভারসাম্যহীন। আজ সকাল সাতটায়ও তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিল স্থানীয়রা। তারপর সাড়ে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
‘তার মাথা, পা, কানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, সড়কটিতে চলাচলকারী কোনো যানবাহনের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন।’
গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাতে পারব।’