ভারতের নয়াদিল্লিস্থ প্রেসক্লাব অফ ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী প্রণীত ‘প্রণব মুখার্জী: রাজনীতির ভেতর বাহির - প্রেক্ষিত বাংলাদেশ’ গবেষণা গ্রন্থটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছে।
দিল্লীর আইটিসি হোটেলে রোববার তিনি বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এবার বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা আল-হামরা প্রকাশনী থেকে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল ভারতীয় প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ীর ‘প্রণব মুখার্জী: রাজনীতির ভেতর বাহির: প্রেক্ষিত বাংলাদেশ’ বইটি।
গত ২০ ফেব্রুয়ারি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন চত্বরে বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে বিশ্বের ৬০টির বেশি দেশে। বাংলাদেশ সফর করেছেন বহুবার।
বইটি মূলত ভারত-বাংলাদেশের দীর্ঘ সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। বিশেষ করে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহামুদ। রাজনীতি সম্পর্কে যারা আগ্রহী তাদের বিশেষভাবে বইটি পড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বইটির প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাসহ বিশিষ্টজনেরা।