গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের অপরাধে ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে দুই দিনের সাজা দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
উপজেলার ঘাঘর বাজারের শনিবার দিবাগত রাতে মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত দুইজন হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বাঁধনসহ (২৭) ও ঘাঘর বাজারের জয়ন্ত সাহা (২৮)।
তানভীর সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও উচ্চস্বরে গান বাজনা করে গণউপদ্রব সৃষ্টি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারার অপরাধ করায় তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহাকে দুই দিনের সাজা দেয়া হয়েছে।’