বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন পুলিশ সদস্য

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ জুন, ২০২৪ ২৩:১৯

পুলিশ সদস্যের স্ত্রী আসমা খাতুন জানান, শনিবার দুপুরে সোনারগাঁওয়ে বোনের বাসা থেকে ঢাকায় ফেরার পথে মদনপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এসময় তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর আলম নামের ৩০ বছর বয়সী এক পুলিশ সদস‍্য সর্বস্ব খুইয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তার পাকস্থলি থেকে বিষাক্ত পদার্থ বের করে চিকিৎসকের পরামর্শে মেডিসিন ওয়ার্ডের ভর্তি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ঢাকা মেট্রপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রশাসনিক শাখায় কর্মরত। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

পুলিশ সদস্যের স্ত্রী আসমা খাতুন জানান, শনিবার দুপুরে সোনারগাঁওয়ে বোনের বাসা থেকে ঢাকায় ফেরার পথে মদনপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এসময় তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এ বিভাগের আরো খবর