যশোরের বেনাপোলে একজন কাস্টমস ইন্সপেক্টরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বেনাপোল স্থানীয় পাচুয়ার বাওড়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত রাফিউল ইসলাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শার্শা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, “জানতে পেরেছি তারা দুজন পাচুয়ার বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করেই কয়েকজন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা জানতে চান কেন তাদের ওপর হামলা করা হচ্ছে। জবাবে ছেলেরা বলতে থাকে, ‘এই ব্যাটার জন্যে অনেক ক্ষতি হয়েছে।’ এই বলে দুর্বৃত্তরা একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে রাফিউল ইসলামকে।”
পরে সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আহত রাফিউলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুরুতর আহত রাফিউল ইসলাম জানান, তার কারো সঙ্গে ওই এলাকায় কোনো শত্রুতা নেই, তবে পেশাগত কারণে কেউ তার ওপর ক্ষুব্ধ থাকতে পারে।
হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি বলে জানান।
খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে যান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। তিনি জানান, পেশাগত কারণে হয়তো তিনি কোনো অসৎ ব্যবসায়ীর রোষানলে পড়তে পারেন। তা ছাড়া তার কোনো শত্রু ছিল বলে তাদের জানা নেই।
তিনি বলেন, ‘ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করা হতে পারে।’
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।