জোর করে এক হাটের গরু অন্য হাটে নেয়ার চেষ্টা করা হলে বা নিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে ডিএমপি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
কমিশনার বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় সব কোরবানির পশুর হাটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯টি গরুর হাট বসবে, যার মধ্যে দুটি স্থায়ী ও ১৭টি অস্থায়ী। আমরা গরুর হাটের সকল ইজারাদারকে বলেছি, তাদের হাটে যে সমস্ত খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে, গরুর ট্রাকে যেন সেই হাটের নাম, ইজারাদারের নাম ও মোবাইল ফোন নম্বর লিখে ব্যানার টানিয়ে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে।
‘জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নেয়ার চেষ্টা করা হলে বা নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে যেন নিরাপদে গরু বেচাকেনা ও লেনদেন করতে পারে, সে জন্য পোশাক পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে।’