বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হানিফ ফ্লাইওভারে বাইক থেকে পড়ে যুবক নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ জুন, ২০২৪ ১৪:৩৬

নাইমের বোন নিপা আক্তার বলেন, ‘গত রাতে ওরা দুই বন্ধু চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়া যাওয়ার পথে যাত্রাবাড়ি কলাপট্টি নামক স্থানে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর নাইমসহ দুজন ছিটকে পড়ে। নাইম বাইকের পেছনে বসা ছিল।’

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনির আখড়া যাওয়ার পথে যাত্রাবাড়ী কলাপট্টি নামক স্থানে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো নাইম ইসলামের (২১) বাসা চকবাজারের বড় কাটারা এলাকায়। তিনি একটি কসমেটিকের দোকানে কাজ করতেন।

নাইমের বোন নিপা আক্তার বলেন, ‘গত রাতে ওরা দুই বন্ধু চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়া যাওয়ার পথে যাত্রাবাড়ি কলাপট্টি নামক স্থানে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর নাইমসহ দুজন ছিটকে পড়ে।

‘নাইম বাইকের পেছনে বসা ছিল। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাইমকে মৃত বলে জানান।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর