বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ জুন, ২০২৪ ২৩:০৩

দোয়া অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন মোনেম বলেন, ‘বাবার ব্যবসাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। তিনি সব সময় সততা, নিষ্ঠা, পরিশ্রম ও স্বচ্ছতাকে গুরুত্ব দিতেন। আমরাও সেভাবে কাজ করার চেষ্টা করছি।’

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মোনেমের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল ৩১ মে। এ উপলক্ষে নগরীর বীর উত্তম সি আর দত্ত সড়কে অবস্থিত আব্দুল মোনেম ভবনে বৃহস্পতিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রয়াতের বন্ধু, স্বজন, ব্যবসায়িক অংশীদার, কর্মকর্তা ও নিকটাত্মীয়রা অংশ নেন। দোয়ার পাশাপাশি আব্দুল মোনেমকে নিয়ে স্মৃতিচারণ করেন মরহুমের বড় ছেলে আব্দুল মোনেম লিমিটেডের (এএমএল) ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন মোনেম।

তিনি বলেন, ‘বাবার ব্যবসাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। তিনি সব সময় সততা, নিষ্ঠা, পরিশ্রম ও স্বচ্ছতাকে গুরুত্ব দিতেন। আমরাও সেভাবে কাজ করার চেষ্টা করছি। দেশ ও জাতির কল্যাণে আমার আব্বা মোনেম শিল্প গ্রুপ তৈরি করেছেন। সেটি অনবদ্য প্রতিষ্ঠান হিসেবে দেশজুড়ে সুখ্যাতি অর্জন করেছে।

‘দেশ-জাতির কল্যাণে তিনি পুরো জীবন উৎসর্গ করেছেন। যে কাজটিই করতেন ভালো করে করতেন, যে প্রকল্পটি হাতে নিতেন তা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতেন। ধারাবাহিকভাবে এই প্রচেষ্টার মাধ্যমে তিনি যে প্রতিষ্ঠানটি তৈরি করেছেন সেটি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে।’

প্রয়াতের ছোট ছেলে এএমএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম বলেন, ‘বাবা থেকে যা কিছু শিখেছি তাই ব্যবসার কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবাকে দেখতাম কত কঠিন সময়েও কীভাবে সবকিছু সুন্দর করে হ্যান্ডেল করতেন। কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বাবাকে স্মরণ করি। তার দেখানো পথেই আমরা এগিয়ে যাচ্ছি।’

দোয়া অনুষ্ঠানে এছাড়াও আব্দুল মোনেমকে নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘ ব্যবসায়িক জীবনের বন্ধু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, গুলশান কেন্দ্রীয় ও আজাদ মসজিদের ইমাম-খতিব প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় প্রকৌশলী এই উদ্যোক্তা ১৯৫৬ সালে আব্দুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করেন।

প্রতিষ্ঠানটির পথচলা শুরু অবকাঠামো নির্মাণকাজের মধ্য দিয়ে। পরে খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন আব্দুল মোনেম।

একে একে তিনি গড়ে তোলেন ইগলু আইসক্রিম, এএম বেভারেজ, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, ম্যাংগো পাল্প প্রসেসিং, ইগলু ফুডস, ইগলু ডেইরি লিমিটেড, আব্দুল মোনেম সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যাল, এএম এসফল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিক্‌স, এএম রাইস ব্র্যান অয়েল কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান। কোকা-কোলা (এএম বেভারেজ লিমিটেড) এবং ইগলু তার হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

আব্দুল মোনেম জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গড়ে তুলেছিলেন আব্দুল মোনেম ফাউন্ডেশন। নিজ গ্রাম বিজেশ্বরে প্রায় ৫২ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান। তিনি সারা দেশের নানা জায়গায় মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করেছেন।

২০২০ সালের ৩১ মে ৮৩ বছর বয়সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় দেশের এই প্রতিথযশা ব্যবসায়ী মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরো খবর