ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ২৪০টি আসনে। আর সরকার গঠন করতে দরকার ২৭২টি আসন। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না বিজেপির। কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভুক্ত দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট ৫৩টি আসনে। ফলে দল এবং জোটের মোট ২৯৩ জন এমপি নিয়ে অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি।
মঙ্গলবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সাত ধাপে ভারতের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত আটটি অঞ্চলে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।