উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২৬ জেলার ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
‘সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।’
চতুর্থ ধাপে ৬৬ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও মৃত্যু/মামলাজনিত কারণে ছয় উপজেলায় ভোট স্থগিত করে ইসি। ফলে এ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে উচ্চ পর্যায়ের একটি মনিটরিং সেল গঠন করে ইসি। এ সেলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
এ ধাপে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।